""মাঝির নৌকা""
""মাঝির নৌকা""
ওরে ও মাঝি,শুনছো নাকি?
কোথায় তোমার নাও?
ঐ পারেতে যাবোরে মাঝি,
পাল উড়িয়ে দাও।
ও মাঝি ভাই,দূর আকাশে
ঐ ওড়ে দেখ পাখি,
ওরে ও মাঝি তোর নায়ে যদি
ঘুম ঘুম চোখে আসে,
ডেকে দিও ভাই,দূর নীলিমায়
কালো মেঘ যদি ভাসে।
ঐ দূর চরে দেখছিরে মাঝি,
এলোমেলো কাশবন,
সেথায় যেতে ব্যাকুল হয়েছে
এই উতলা মন।
শোনোরে মাঝি নবচরে দেখো
বসেছে লোকের দল,
ডুবিয়া উঠিছে,উঠিয়া ডুবিছে,
কি করিছে বল!
No comments