স্বাধীনতা রুনী হক


স্বাধীনতা
রুনী হক
স্বাধীনতা তুমি মুক্ত শিশির বিন্দু,
স্বাধীনতা তুমি মহামিলনের সিন্ধু।
স্বাধীনতা তুমি কোকিল ডাকা কোন দুপুর,
স্বাধীনতা তুমি রিনিঝিনি নুপুরের সুর।
স্বাধীনতা তুমি ভোরের স্নিগ্ধ আলো,
স্বাধীনতা তুমি দূর করেছো যত কালো।
স্বাধীনতা তুমি শিশুর মিষ্টি হাঁসি,
স্বাধীনতা তুমি মানুষে - মানুষে ভালোবাসাবাসি।স্বাধীনতা তুমি বরষার কদম ফুল,
স্বাধীনতা তুমি ভাঙ্গা নদীর কুল।
স্বাধীনতা তুমি শিল্পীর তুলিতে আল্পনা,
স্বাধীনতা তুমি মিষ্টি মধুর কল্পনা।
স্বাধীনতা তুমি তৃষ্ণার্ত পথিকের জল,
স্বাধীনতা তুমি দু্র্বলের 'ইতো বল।স্বাধীনতা তুমি অন্ধ নয়নে জ্যোতি,
স্বাধীনতা তুমি হৃদয়ের অনুভূতি।
স্বাধীনতা তুমি উড়ন্ত পাখির ডানা,
স্বাধীনতা তুমি মুক্ত পাখির ছানা।
স্বাধীনতা তুমি কত না সাধের ফল,
স্বাধীনতা তুমি হিরার চেয়ে উজ্জ্বল।
স্বাধীনতা তুমি বাঙালির বিজয় নিশান,
স্বাধীনতা তোমার জন্য উৎসর্গ আজ কোটি কোটি প্রাণ।।।

No comments

Powered by Blogger.