শেষ ভুলের হিসেব কষতে ব্যস্ত চোখের কাঠগড়ায় আরো কিছু
শেষ ভুলের হিসেব কষতে ব্যস্ত চোখের কাঠগড়ায় আরো কিছু
ভুল এসে বসে বাজাতে থাকে সুখের একতারা,
সম্বোধন সূচক কোনো বাক্যে না জড়ানো জীবনের
সমীকরণ আর মিলানো হয় না,
হয় না সঠিক পথে চলা,
সঠিক বিশ্রাম, ঘুম,ঠিকমতো কিছুই হয় না।সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হওয়া মগজে কেবোলই স্মৃতি পড়ে থাকে
প্রিয় মুখ, কিছু বানানো শব্দ, হাতের লেখার ভুল, কাটাকাটির বানান,রঙচটা জিন্সকালামস চা স্টল,
সব কিছু দিনে দিনে নষ্টালজিক হয়ে উঠে।এই অল্পতেই বেলা নেমে আসে,
অথচো জীবন তখনো সুন্দর ছিলো এখনো আছে বৈকি
তবে অন্তমিলটা ক্রমেই দুরে চলে যাচ্ছে,বৈঠকি আড্ডায় শুধুই ভবিষৎ,শুধুই কষ্ট উৎপাদনের পরিকল্পনা।
ভুল এসে বসে বাজাতে থাকে সুখের একতারা,
সম্বোধন সূচক কোনো বাক্যে না জড়ানো জীবনের
সমীকরণ আর মিলানো হয় না,
হয় না সঠিক পথে চলা,
সঠিক বিশ্রাম, ঘুম,ঠিকমতো কিছুই হয় না।সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হওয়া মগজে কেবোলই স্মৃতি পড়ে থাকে
প্রিয় মুখ, কিছু বানানো শব্দ, হাতের লেখার ভুল, কাটাকাটির বানান,রঙচটা জিন্সকালামস চা স্টল,
সব কিছু দিনে দিনে নষ্টালজিক হয়ে উঠে।এই অল্পতেই বেলা নেমে আসে,
অথচো জীবন তখনো সুন্দর ছিলো এখনো আছে বৈকি
তবে অন্তমিলটা ক্রমেই দুরে চলে যাচ্ছে,বৈঠকি আড্ডায় শুধুই ভবিষৎ,শুধুই কষ্ট উৎপাদনের পরিকল্পনা।
শাহারিয়ার তুষার
No comments